মাহবুব পিয়াল, ফরিদপুর
ফরিদপুরে অনিয়মের অভিযোগে একটি ডায়গনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকসহ দুইজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত চৌধুরী ডায়গনস্টিক সেন্টারে এ অভিযান চালান আদালত।
এ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান।
ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মো. ছিদ্দীকুর রহমান জানান, ওই ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসক যে ব্যবস্থাপত্র লিখে দেন তার চাইতে বেশি পরীক্ষা করিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল। এ ব্যাপারে একজন ভুক্তভুগী বোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষ দর্শীরা জানায়,অভিযানের সময় সিভিল সার্জন ওই ডায়াগনস্টিক সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে ঘোষনা করেন। একই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আদালত বসিয়ে ওই ডায়াগনষ্টিক সেন্টারের মালিক্ ইউসুফ আলী (৩৯) ও তার সহযোগী যিনি নিজেকে ওই ডায়গনস্টিক সেন্টারের মার্কেটিং কর্মকর্তা হিসেবে পরিচয় দেন মো, হাসিবুল হাসানকে (৩৩) সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুর রহমান বলেন, ১৯৮২ সালের মেডিকেল প্রাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটারি অধ্যাদেশের (১১)২ ধারায় এ করাদন্ড প্রদান করা হয়।
Leave a Reply