মাহবুব পিয়াল, ফরিদপুর
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন এক বৃদ্ধকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ট্রলিতে করে ওই হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধকে হাসপাতালের সামনের সড়কে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়।
পরে ওই এলাকার এক বাসিন্দা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুনরায় বৃদ্ধ ওইরোগীকে তড়িঘরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ছয়টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
ওই বৃদ্ধের নাম মোশারফ মন্ডল (৫৫)।তিনি একজন দিন মজুর।তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গোলক নগর গ্রামের মৃত ইয়াছিন মন্ডলের ছেলে।
জানা যায়, বৃদ্ধ মোশারফ মন্ডল ঝিনাইদহ থেকে ফরিদপুরে দিন মুজুরের কাজে এসেছিলেন। গত ২৫দিন আগে জেলার মধুখালী উপজেলায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোর নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন তিনি। মাথা, মাজা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি। প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলেদুইদিন পর তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়। এরপর থেকে গত ২২ দিন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশারফ।
ওই এলাকার বাসিন্দারা জানায়, শুক্রবার সকালে হাসপাতালের আয়া মেঘলা ট্রলিতে করে মোশারফকে নিয়ে এসে মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ফরিদপুর-বরিশাল সড়কের পাশেফেলে রেখে যান।
পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুনরায় ওই রোগীকে তড়িঘরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আয়া মেঘলা বলেন, মোশাররফ তাকে বলেছিলো তিনি হাসপাতালে থাকবেন না। এজন্য তিনি তাকে ট্রলিতে করে রাস্তার পাশে এনে রাখেন।
তবে এ বক্তব্য নাকচ করে দিয়ে বৃদ্ধ মোশারফ মন্ডল জানান, অনেক অনুনয় বিনয় করলেও হাসপাতালের লোকজন আমাকে কোন চিকিৎসাসেবা দেয় নাই। আমাকে একটি ট্যাবলেটও দেয় না। আবার সকালে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে। তিনি আরো জানান, আমাকে এককোনে রাখা হয়, ওষুধ দেওয়া হয়না।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আসলাম শেখ বলেন, সকালে দোকানে এসে দেখি সামনের সড়কে একজন বৃদ্ধ লোক পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখি কাতরাচ্ছে। পরে তার কাছে গিয়ে বিস্তারিত জানতে পারি। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে।
ফরিদপুর কোতয়ালী থানার এস আই সুজনবিশ্বাস জানান, হাসপাতালের সামনের সড়কে ওই বৃদ্ধকে ফেলে রাখা হয়। স্থানীয় এলাকাবাসী ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালের আয়া মেঘলা এসে পুনরায় তাকে নিয়ে যায়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। যে আয়া এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, চিকিৎসাধীন মোশারফের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়টি তদারকি করবেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
Leave a Reply