চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টায় এই কারফিউ জারির ঘোষণা দিয়েছেন কিয়েভের মেয়র। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে।
কিয়েভের মেয়র বলেছেন, কারফিউ চলাকালে রাস্তায় থাকা সব বেসামরিক নাগরিককে নাশকতা ও নজরদারি গ্রুপের সদস্য হিসেবে বিবেচনা করা হবে। তাই দয়া করে পরিস্থিতি বুঝে আচরণ করুন এবং বাইরে যাবেন না। খবর বিবিসির।
এর আগে একটি ঘোষণায় জানানো হয়, কারিফউ জারি থাকবে প্রতি দিন স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত। মেয়রের দপ্তর থেকে এরপর কারফিউ-এর হালের এই মেয়াদ ব্যাখ্যা করা হয়। বলা হয় যে কারফিউ বর্তমানে বলবৎ আছে এবং তা সোমবার স্থানীয় সময় সকাল ৮টার আগে উঠবে না।
এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী। শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর পর গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।