রুশ আগ্রাসন প্রতিহতে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ তাদের ইতিহাসে এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিল।
বিবিসি লাইভে বলা হয়েছে, রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এক সংবাদ সম্মেলেন ইউক্রেনে অস্ত্র পরিবহনের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন। এছাড়াও রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এসময় রাশিয়ার জন্য ইউরোপের আকাশসীমা বন্ধেরও ঘোষণাও দেন তিনি।
এদিকে ইউক্রেনে শান্তি ফেরাতে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। গেল ৬০ বছরে এমন অধিবেশন ডাকা হয়েছে মাত্র ১০ বার।
রাশিয়াকে কাবু করতে আরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা। ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সুইফট থেকে মস্কোকে বাদ দেয়ার ঘোষণা এসেছে। ইউটিউব ও ফেসবুক থেকে উপার্জনে রুশ বেশ কিছু চ্যানলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।