ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চীনা দূতাবাস। দেশটিতে রুশ আগ্রাসন শুরুর ষষ্ঠ দিনে এসে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করল শি জিনপিংয়ের দেশ।
এক বিবৃতিতে চীনা দূতাবাস জানিয়েছে, প্রথমে একটি দল গতকালই চীনে ফিরে গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কিয়েভ থেকে চীনা শিক্ষার্থীদের মলদোভায় সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসি জানায়, চলমান সংকটে কিয়েভ থেকে চীনাদের সরিয়ে নেওয়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এর সম্ভাব্য প্রথম কারণ হলো- চীন প্রথমে ভেবেছিল ইউক্রেনে রুশ হামলা দীর্ঘস্থায়ী হবে না। কিংবা তাদের ধারণা ছিল, রাশিয়া দ্রুত ইউক্রেনের দখল নিয়ে ফেলবে। তার কোনোটিই না হওয়ায় এবার নাগরিকদের সরিয়ে নেওয়ার পথে হাঁটছে দেশটি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।