মাস্টারকার্ডের নিজস্ব পেমেন্ট গেটওয়ে থেকে একাধিক রুশ ব্যাংকের লেনদেন ব্লক করার দাবি করা হয়েছে। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, তারা আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম নেটওয়ার্ক সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে নিষেধাজ্ঞার প্রভাব কমাতে তার বৈদেশিক রিজার্ভ বরাদ্দ করা থেকে বিরত রাখবে। এরপরেই এই সিদ্ধান্ত নিলো মাস্টারকার্ড।
এছাড়া, ভিসা কার্ডও রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলা জানা গেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার সঙ্গে সম্মতি নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ ও প্রয়োগ করা হতে পারে এমন অতিরিক্ত নিষেধাজ্ঞাও মেনে চলা হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।