ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) এ হামলা হয়।
বাংলাদেশী জাহাজটিতে হামলার খবর ফেসবুক মেসেঞ্জারে গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে। আমাদের শিপে (জাহাজে)। ইউক্রেনের সময় ৫টা ১০ এর দিকে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’
এদিকে হামলার সময় ম্যাসেজ পাঠিয়েছেন এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা আরেক নাবিকও। সেখানে দুটি শব্দ লেখা ছিল, ‘বোমা পড়ছে।’
জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।’
তবে জাহাজটির ইউক্রেনের স্থানীয় প্রতিনিধির বরাত দিয়ে বিএসসির একজন কর্মকর্তা জানান, জাহাজের ব্রিজে রকেট হামলা হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
প্রসঙ্গত, চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশের শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৯ জন নাবিক। সবাই বাংলাদেশি। বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ে আছেন তারা।
আক্রমণকারী রাশিয়ান সেনারা সাগরে মাইন পুতে রাখায় বন্দর থেকে কেউ কোথাও যেতে পারছে না। অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। জাহাজটিতে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক জানান, তারা নদীর মাঝামাঝি আছি। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। তারা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছে। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধ জাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইলের আঘাতে নিহত হতে পারে।
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আশপাশের ৫টি জাহাজ এরই মধ্যে মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে। এই ২৯ জন নাবিককে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রনালয় এবং শিপিং কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন আটকে পড়া নাবিকরা।
Leave a Reply