মাহবুব পিয়াল,ফরিদপুর ঃ
ফরিদপুর শহরের অন্যতম, সুনামধন্য শিক্ষা প্রতিষ্টান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন পৌরসভার সাবেক মেয়র,বিশিষ্ট সমাজসেবক ও রাজনিতীবিদ শেখ মাহতাব আলী মেথু। গত ২৭ ফেব্রæয়ারী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দীতা করেন একজন সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু অপর জন জেলা যুবলীগের আহবায়ক ও সমাজসেবক জিয়াউল হাসান মিঠু। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তার জানান,বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত ৮ জন সদস্য সভাপতি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে দেখা য়ায় উভয় সভাপতি প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। অর্থাৎশেখ মাহতাব আলী মেথু ৪ ভোট এবং জিয়াউল হাসান মিঠু ৪ ভোট পেয়েছেন। নিয়ম অনুয়ায়ী তাদের মধ্যে লটারী করা হয়,লটারীতে শেখ মাহতাব আলী মেথুর নাম উঠায় তাকেই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষনা করা হয়। এদিকে, সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অনেক প্রতিষ্টান ও ব্যক্তি তাকে অভিনন্দন জানিয়েছেন।###
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।