ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর আশপাশ থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, রুশ সেনারা উচ্চমাত্রার নিখুঁত হামলার জন্য প্রস্তুতি নিয়েছে। এক্ষেত্রে লক্ষ্যবস্তু হিসেবে ইউক্রেনের নিরাপত্তা সার্ভিস এবং ৭২তম তথ্য ও মনস্তাত্ত্বিক অভিযান কেন্দ্রকে ঠিক করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা নস্যাৎ করার জন্য রাশিয়ার বাহিনী এই দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আমরা রাশিয়ার বিরুদ্ধে উসকানিতে জড়িত থাকা ইউক্রেনের সমস্ত নাগরিকের এবং কিয়েভের বাসিন্দাদেরকে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর এলাকা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
মিলিটারি ট্যাংকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইউক্রেনের এক সেনা ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ষষ্ঠ দিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হুঁশিয়ারি দিল।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের ওপর সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন।
এরপর আন্তর্জাতিক অঙ্গন থেকে পুতিনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবং আমেরিকাসহ পশ্চিমা সরকারগুলো রাশিয়ার বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।