ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, (বুধবার) রাতভর বোমা বর্ষণের প্রেক্ষাপটে রুশ আগ্রাসন মোকাবেলায় তার দেশের বিপুল সংখ্যক সেনা প্রস্তুত রয়েছেন। খবর সিবিএস নিউজের।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘তারা আমাদের বহুবার ধ্বংস করে দিতে চেয়েছে। তারা তা পারেনি। আমরা এসবের মধ্যেই টিকে আছি!’
তিনি বলেন, ‘যদি কেউ এটা মনে করে যে, এ পরিস্থিতিতে ইউক্রেনীয়রা ভড়কে যাবে, ভেঙে পড়বে এবং আত্মসমর্পণ করবে, তাহলে সে ইউক্রেনীয়দের সম্পর্কে কিছুই জানে না।’
পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তিনি ইউক্রেনের কিছুই করতে পারবেন না।’ জেলেনস্কি বলেন, ‘স্বাধীনতা ছাড়া আমাদের হারানোর কিছু নেই।’
জেলেনস্কি জানান, তার দেশ আরও বেশি অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ আন্তর্জাতিক মিত্র দেশগুলো থেকে পাচ্ছে। তথাপি ইউক্রেনে সরাসরি সেনা পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।
Leave a Reply