1. admin@thedailypadma.com : admin :
প্রথমবারের মতো ই-সিম নিয়ে এলো গ্রামীণফোন; যেসব স্মার্টফোনে ব্যবহার করা যাবে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

প্রথমবারের মতো ই-সিম নিয়ে এলো গ্রামীণফোন; যেসব স্মার্টফোনে ব্যবহার করা যাবে

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৩৫ Time View

প্রথমবারের মতো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল সিম কার্ড বা ই-সিম ব্যবস্থা চালু করছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীনফোন।

নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের বদলে সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। শুধুমাত্র ইনস্টল করা নির্দিষ্ট ডিভাইসেই এই ই-সিম ব্যবহার করা যাবে।

মঙ্গলবার (১ মার্চ) ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় গ্রামীণফোন জানিয়েছে, এখন থেকে গ্রামীণফোনের নতুন সিম কার্ড কেনার পাশাপাশি ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করা যাবে। আগামী ৭ মার্চ থেকে গ্রাহকরা ই-সিম সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে।

যেসব স্মার্টফোনে ব্যবহার করা যাবে:

নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের বদলে সরাসরি ফোনের মাদারবোর্ডে যুক্ত থাকবে। শুধুমাত্র ইন্সটল করা নির্দিষ্ট ডিভাইসেই এই ই-সিম ব্যবহার করা যাবে।

ভবিষ্যতে সব স্মার্টফোনেই হয়ত ই-সিম ব্যবহার প্রযুক্তি থাকবে, তবে বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সব স্মার্টফোনেই ই-সিম ব্যবস্থা নেই। ঢাকা ট্রিবিউনের পাঠকদের জন্য তাই বর্তমানে বাজারে থাকা ই-সিম প্রযুক্তি সমর্থন করে এমন স্মার্টফোনগুলোর তালিকা দেওয়া হলো।

অ্যাপল

অ্যাপলের আইফোন ১৩ মিনি‎, ‎আইফোন ১৩‎, ‎আইফোন ১৩ প্রো‎, ‎আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা ই-সিম ব্যবহার করতে পারবেন। আইফোন ১৩ সিরিজ বাদেও আইফোন ১২ মিনি, ‎আইফোন ১২‎, ‎আইফোন ১২ ম্যাক্স‎, ‎আইফোন ১২ ম্যাক্স প্রো‎, আইফোন ১১, ‎আইফোন ১১ প্রো‎, আইফোন ১১ প্রো ম্যাক্স‎ সিরিজের ফোনগুলো ই-সিম সাপোর্ট করবে।

‎এছাড়া, আইফোন এক্সএস‎, ‎আইফোন এক্সএস ম্যাক্স‎, ‎আইফোন এক্সআর এবং ২০২০ সালের আইফোন এসই মডেল‎টিতে ই-সিম ব্যবহার করা যাবে।

অন্যদিকে, আইপ্যাড এয়ার (৩য় জেনারেশন)‎, ‎আইপ্যাড প্রো (৩য় জেনারেশন)‎, ‎আইপ্যাড মিনি (৫ম জেনারেশন)‎ ও অ্যাপল ‎ওয়াচ সিরিজের ৩, ‎৪, ৫ ‎এবং ৬ মডেলগুলো ই-সিম সাপোর্ট করবে।

অ্যান্ড্রয়েড

অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের মধ্যে স্যামসাং-এর ফ্ল্যাগশীপ মডেলের ফোনগুলো ই-সিম সাপোর্ট করবে।

স্যামসাং গ্যালাক্সি ফোল্ড‎, গ্যালাক্সি জেড ফোল্ড২ ৫জি, গ্যালাক্সি জেড ফোল্ড৩ ৫জি‎, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১+ ৫জি‎, গ্যালাক্সি এস২১+ আলট্রা ৫জি, গ্যালাক্সি এস২০, গ্যালাক্সি এস২০+‎,  গ্যালাক্সি এস২০ আলট্রা‎, ‎স্যামসাং নোট ২০+ মডেলের ফোনগুলোতে ই-সিম ব্যবহার করা যাবে।

এছাড়া, ‎গুগল পিক্সেল ৩ ও ৩ এক্সএল‎, ‎গুগল পিক্সেল ৩এ এবং ৩এ এক্সএল ‎, ‎গুগল পিক্সেল ৪ ও ৪ এক্সএল‎, ‎গুগল পিক্সেল ৪এ ৫জি‎, ‎গুগল পিক্সেল ২ ও ২ এক্সএল‎, ‎গুগল পিক্সেল ৫‎, ‎গুগল পিক্সেল ৫এ‎, ‎গুগল পিক্সেল ৬‎, ‎গুগল পিক্সেল ৬ প্রো‎তে ই-সিম ব্যবহার করা যাবে।

অন্যান্য ব্রান্ডগুলোর মধ্যে হুয়াওয়ে পি৪০, হুয়াওয়ে পি৪০ প্রো, হুয়াওয়ে পি৫০ প্রো, হুয়াওয়ে মেইট ৪০ প্রো, অপো ফাইন্ড এক্স৩ প্রো, অপো রিনো ৫এ, অপো রিনো ৬ প্রো ৫জি, ‎, ‎সনি এক্সপেরিয়া ১০ থ্রি, মটোরোলা রেজার ২০১৯, নু মোবাইল এক্স৫, ‎জেমিনাই পিডিএ‎ এবং রাকুটেন মিনি মডেলের স্মার্টফোনগুলোতে ই-সিম ব্যবহার করা যাবে।

এই মডেলের স্মার্টফোনগুলোর মধ্যে, আইফোন ও আইপ্যাডে সবোচ্চ ২০টি এবং অন্যান্য ফোনগুলো একটি ই-সিম ব্যবহার করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews