প্রথমবারের মতো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল সিম কার্ড বা ই-সিম ব্যবস্থা চালু করছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীনফোন।
নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের বদলে সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। শুধুমাত্র ইনস্টল করা নির্দিষ্ট ডিভাইসেই এই ই-সিম ব্যবহার করা যাবে।
মঙ্গলবার (১ মার্চ) ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় গ্রামীণফোন জানিয়েছে, এখন থেকে গ্রামীণফোনের নতুন সিম কার্ড কেনার পাশাপাশি ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করা যাবে। আগামী ৭ মার্চ থেকে গ্রাহকরা ই-সিম সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে।
যেসব স্মার্টফোনে ব্যবহার করা যাবে:
নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের বদলে সরাসরি ফোনের মাদারবোর্ডে যুক্ত থাকবে। শুধুমাত্র ইন্সটল করা নির্দিষ্ট ডিভাইসেই এই ই-সিম ব্যবহার করা যাবে।
ভবিষ্যতে সব স্মার্টফোনেই হয়ত ই-সিম ব্যবহার প্রযুক্তি থাকবে, তবে বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সব স্মার্টফোনেই ই-সিম ব্যবস্থা নেই। ঢাকা ট্রিবিউনের পাঠকদের জন্য তাই বর্তমানে বাজারে থাকা ই-সিম প্রযুক্তি সমর্থন করে এমন স্মার্টফোনগুলোর তালিকা দেওয়া হলো।
অ্যাপলের আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা ই-সিম ব্যবহার করতে পারবেন। আইফোন ১৩ সিরিজ বাদেও আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ ম্যাক্স, আইফোন ১২ ম্যাক্স প্রো, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স সিরিজের ফোনগুলো ই-সিম সাপোর্ট করবে।
এছাড়া, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর এবং ২০২০ সালের আইফোন এসই মডেলটিতে ই-সিম ব্যবহার করা যাবে।
অন্যদিকে, আইপ্যাড এয়ার (৩য় জেনারেশন), আইপ্যাড প্রো (৩য় জেনারেশন), আইপ্যাড মিনি (৫ম জেনারেশন) ও অ্যাপল ওয়াচ সিরিজের ৩, ৪, ৫ এবং ৬ মডেলগুলো ই-সিম সাপোর্ট করবে।
অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের মধ্যে স্যামসাং-এর ফ্ল্যাগশীপ মডেলের ফোনগুলো ই-সিম সাপোর্ট করবে।
স্যামসাং গ্যালাক্সি ফোল্ড, গ্যালাক্সি জেড ফোল্ড২ ৫জি, গ্যালাক্সি জেড ফোল্ড৩ ৫জি, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১+ ৫জি, গ্যালাক্সি এস২১+ আলট্রা ৫জি, গ্যালাক্সি এস২০, গ্যালাক্সি এস২০+, গ্যালাক্সি এস২০ আলট্রা, স্যামসাং নোট ২০+ মডেলের ফোনগুলোতে ই-সিম ব্যবহার করা যাবে।
এছাড়া, গুগল পিক্সেল ৩ ও ৩ এক্সএল, গুগল পিক্সেল ৩এ এবং ৩এ এক্সএল , গুগল পিক্সেল ৪ ও ৪ এক্সএল, গুগল পিক্সেল ৪এ ৫জি, গুগল পিক্সেল ২ ও ২ এক্সএল, গুগল পিক্সেল ৫, গুগল পিক্সেল ৫এ, গুগল পিক্সেল ৬, গুগল পিক্সেল ৬ প্রোতে ই-সিম ব্যবহার করা যাবে।
অন্যান্য ব্রান্ডগুলোর মধ্যে হুয়াওয়ে পি৪০, হুয়াওয়ে পি৪০ প্রো, হুয়াওয়ে পি৫০ প্রো, হুয়াওয়ে মেইট ৪০ প্রো, অপো ফাইন্ড এক্স৩ প্রো, অপো রিনো ৫এ, অপো রিনো ৬ প্রো ৫জি, , সনি এক্সপেরিয়া ১০ থ্রি, মটোরোলা রেজার ২০১৯, নু মোবাইল এক্স৫, জেমিনাই পিডিএ এবং রাকুটেন মিনি মডেলের স্মার্টফোনগুলোতে ই-সিম ব্যবহার করা যাবে।
এই মডেলের স্মার্টফোনগুলোর মধ্যে, আইফোন ও আইপ্যাডে সবোচ্চ ২০টি এবং অন্যান্য ফোনগুলো একটি ই-সিম ব্যবহার করা যাবে।
Leave a Reply