ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরের দিকে ইউরোপের সর্ববৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগে।
পার্শ্ববর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে রুশ সেনাদের একটি বিশাল দল নিকটবর্তী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছিলো। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
টেলিভিশনের এক সাক্ষাৎকারে অরলভ জানিয়েছেন, ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবন এবং অন্যান্য ইউনিটগুলোতে ক্রমাগত শত্রুর গোলার কারণে আগুন লেগে যায়। এই ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে দিমিত্রো অরলভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, স্থানীয় বাহিনী এবং রুশ সেনাদের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। দুই পক্ষের লড়াইয়ের ভেতর হতাহতের ঘটনাও ঘটেছে।
এর আগে ইউক্রেনের কর্তৃপক্ষের পক্ষে থেকে জানানো হয়েছিলো, রাশিয়া বিদ্যুৎ কেন্দ্রটি দখলে জোর চেষ্টা চালিয়েছে। এজন্য রুশ সেনারা নিজেদের ট্যাঙ্ক বাহিনী নিয়ে শহরে প্রবেশ করেছে।
ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে রুশ বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৮ জন।
স্কুল আর বহুতল আবাসিক ভবনে হামলা চালায় রুশ বাহিনী
ফরাসি বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) শুক্রবারের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত চেরনিহিভ শহরে স্কুল আর বহুতল আবাসিক ভবনে হামলা চালায় রুশ বাহিনী।
চেরহিনিভ শহরের ডেপুটি মেয়র রেজিনা গুসাক জানান, শহরে রুশ বাহিনী বোমা হামলা শুরু করেছে। রুশ হামলাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
এদিকে চেরনিহিভের গর্ভনর ব্যাচেস্লাভ চাউস জানিয়েছেন, ‘চেরনিহিভের স্টারায়া পদুসিকভা এলাকায় দু’টি স্কুলে এবং কিছু আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান। হামলার পর উদ্ধারকারীরা সেখানে কাজ করছে।’
এছাড়াও ইউক্রেনের জরুরি বিষয়ক দপ্তর থেকে প্রকাশিত বেশ কিছু ছবিতেও রুশ হামলার চিত্র দেখা যায়। রুশ হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে চারদিকে। উদ্ধারকারীরা স্ট্রেচারে করে মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছে, এমন চিত্রও দেখা যায় ছবিগুলোতে।
এক সপ্তাহের উপর চলমান রুশ আগ্রাস্নের ভেতর উতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ১০ লাখ ইউক্রেনীয় নাগরিক। প্রথমে শুধু সামরিক স্থাপনাতে হামলা চালালেও রুশ বাহিনীর ক্রমাগত হামলার পরিধি এখন স্কুল, আবাসিক ভবন এবং হাসপাতালেও ছড়িয়ে পড়েছে।
এদিকে চলমান আগ্রাসনের প্রথম দিনই চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের দখল নিয়েছিলো রুশ বাহিনী।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।