গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন ফেব্রিকস লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর ডিভাইন ফেব্রিকস লিমিটেড কারখানার একটি এক সেকশনে কিছু শ্রমিক কাজ করলেও বেশির ভাগ সেকশনে ছুটি ছিল।
এসব শ্রমিক দুপুরের বিরতির পর আবার কাজে যোগ দেন। হঠাৎ সাড়ে ৪টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে পুরো কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর, কাশিমপুর ও গাজীপুরের দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৫টা) কারখানায় আগুন জ্বলছিল।
কালিয়াকৈর দমকল বাহিনীর ওয়্যারহাউজ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা সম্ভব হয়নি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।