প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২২, ৯:৩৬ এ.এম
জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখলে নিল রাশিয়া
ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার সামরিক বাহিনী দখল করে নিয়েছে বলে শুক্রবার জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ
এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পৃথিবীর সবচেয়ে বড় ১০টি বিদ্যুৎকেন্দ্রের একটি।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এর আগে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়।
তবে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছিল যে এটি ‘সুরক্ষিত’ আছে এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, তারা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুতর পরিস্থিতির কারণে’ তাদের ‘ইনসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টারকে চব্বিশ ঘণ্টা পুরোদস্তুর রেসপন্স মোডে রাখছে।
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক নিহত বা আহত হয়েছে।
জাতিসংঘ বলছে, গত বৃহস্পতিবার রাশিয়া আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর থেকে ১০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন থেকে পালিয়ে গেছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।