নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ দল। শুরুটা দুর্দান্ত করলেও একের পর এক উইকেট হারিয়ে শেষটা ভালো হলো না নিগার-জাহানারাদের।
শনিবার টস জিতে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ফারিহা তৃষ্ণার দুর্ধর্ষ বোলিংয়ে শুরু থেকে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর আরো দুটি উইকেট পান তিনি। জাহানারা আলম তুলে নেন আরো দুটি। ফলে ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার নারী দল।
‘বাংলাদেশ কি বিশ্বাস করে?’
ধারাভাষ্যকারের প্রশ্নটার উত্তরে তখন পর্যন্ত ‘হ্যাঁ’-ই মনে হচ্ছিল।
৪৫তম ওভারে নিজের ১০ম ওভার করছিলেন আয়াবোঙ্গা খাকা। এর আগপর্যন্ত ম্যাচটা বাংলাদেশ বনাম খাকা বলেই মনে হচ্ছিল। বাংলাদেশি ব্যাটারদের দৃঢ়তা শুধু এই পেসারের সামনে ভেঙে পড়ছিল।
সে ওভারের তৃতীয় বলে ওয়াইডে ৫ রান দিলেন খাকা। চতুর্থ বলে রিতু মণির কাট পয়েন্ট দিয়ে সীমানা পেরিয়ে গেল। ম্যাচে খাকার বলে প্রথম কোনো বাউন্ডারি। ৩২ বলে ৪৩ রান দরকার তখন বাংলাদেশের। পারবে বাংলাদেশ?
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিতে পারেনি বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরে বিশ্বকাপ শুরু হলো নিগারদের।
২০৮ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামার চাপের ছিটেফোঁটাও দেখা যায়নি শামিমা সুলতানা ও শারমিন আখতারের মধ্যে। প্রয়োজনীয় রানরেটের চেয়ে একটু ধীরে এগোলেও দারুণ ভিত্তি গড়েছিলেন দুজন। ১৬তম ওভারে বাংলাদেশ যখন ৫০ পেরোল, তখনো উইকেটের ঘরে শূন্য।
উদ্বোধনী জুটি বাংলাদেশকে ৬৯ রান এনে দেওয়ার পর আবির্ভাব খাকার। এই ডানহাতি পেসার ৯ বলের মধ্যে দারুণ শুরুটা হতাশার বানিয়ে দিলেন। শামিমার (২৭) স্টাম্প ভাঙা দিয়ে শুরু, শারমিন (৩৪) ও মুরশিদাকে (০) উইকেটকিপারের ক্যাচ বানিয়ে থামলেন। তবু ওভারপ্রতি তুলনা করলে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের বিপদ নিজেরাই বাড়ালেন বাংলাদেশের ব্যাটাররা। ফারজানা হক (৮) রানআউট হয়ে গেলেন ইনিংসের মাঝপথে।
ব্যাট হাতে ক্রিজে নেমে দুর্দান্ত সূচনা করেছেন দুই উদ্বোধনী ব্যাটার শারমিন সুলতানা ও শারমিন আক্তার। কিন্তু আংবোঙা খাকার দুর্ধর্ষ বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। চারটি উইকেট শিকার করেন তিনি।
বাংলাদেশের উদ্বোধনী জুটির সংগ্রহ যখন ৬৯, তখন ভাঙন ধরান আংবোঙা খাকা। শারমিন সুলতানাকে ২৭ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর ২১.৩ ওভারে শারমিন আক্তারকেও ফেরান তিনি। মোরশেদা খাতুন তার তৃতীয় শিকার। আর চতুর্থ উইকেট তুলে রোমানা আহমেদকে নিয়ে।
কিন্তু ৩২ রানে ৪ উইকেট পেয়ে ম্যাচসেরা খাকা বাংলাদেশের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। আর তাতে প্রথম ম্যাচের পর জয়ের কলামটা খাঁ খাঁ–ই করল বাংলাদেশের।
Leave a Reply