দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েই চলেছে ভারত থেকে আমদানীকৃত ও দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে কেজিপ্রতি প্রকারভেদে ১০ টাকা।
বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা গত দুই দিন আগেই বিক্রি হয়েছিল ৩০ টাকা দরে।
আজ শনিবার হিলি কাঁচাবাজার ঘুরে জানা যায়, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও দাম বৃদ্ধির কারণ জানে না কেউ।
ক্রেতাদের দাবি, হিলি কাঁচাবাজার প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হয় না। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছামতো সব পণ্যের দাম বাড়াচ্ছে।
বিক্রেতারা বলেন, বৃহস্পতিবার ভারতীয় পেঁয়াজ বিক্রি করেছি ৩০ টাকা দরে। আজ শনিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমরা সাধারণ বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার (৩ মার্চ) ভারত থেকে ২১ ট্রাকে ৫৭১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।