আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে তিনটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ মিস না হলে ম্যাচের চিত্র ভিন্ন হতো। সিরিজ শেষ হতেই তাই জানা গেলো নতুন ফিল্ডিং কোচ নিয়োগের খবর। অস্ট্রেলিয়ার শেন ম্যাকডারমট হতে যাচ্ছেন জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ। আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। গতকাল শনিবার রাত ১০টার দিকে বিসিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে এ নিয়ে দু’জন নতুন কোচ পেল বাংলাদেশ। গত শুক্রবার পেস বোলিং কোচ হিসবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি।
বাংলাদেশে আগেও কাজ করেছেন ৪১ বছর বয়সী ম্যাকডারমট। আগামী বছরের নভেম্বর পর্যন্ত তার সাথে চুক্তি হয়েছে। তিনি ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ, হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে কাজ করেছেন।
দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে শুরু হবে তার নতুন কাজ। আগামী ১১ মার্চ দেশ ছাড়তে যাওয়া দলের সাথে ঢাকাতেই যোগ দেবেন তিনি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।