মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ২০ হাজার ৪২১ জনে।
আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৮৬ জনে।
এছাড়া সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৯৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। মারা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।
এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি নয় লাখ ১৭ হাজার ৫২২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৮৪ হাজার ২০ জনে।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৭৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ১৩৩ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৪৯ হাজার ১৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫২ হাজার ২০৭ জনের।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।