ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন মোকাবেলায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা করবে। সেই অস্ত্র বহর দিয়েই রাশিয়াকে চমক দেবে ইউক্রেন। এমনই জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন তার বন্ধুরাষ্ট্রগুলোর কাছ থেকে সামরিক সহায়তা পেতে পারে। তবে কে কা কারা এই সহায়তা দেবে বা কি পরিমানে অস্ত্র আসবে সে ব্যাপারে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।
ওলেস্কি রেজনিকভ বলেন, আমি সামরিক সরঞ্জামগুলো নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না। এটা খুবই স্পর্শকাতর এক সময়। বাকিটুকু রুশ বাহিনীর জন্য চমক হিসেবে রাখি। অস্ত্র সহায়তার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ইউক্রেন ইতোমধ্যেই ৫০ হাজারের বেশি হেলমেট ও সুরক্ষা জ্যাকেট ক্রয় করেছে। ন্যাটোর ব্যবহার করার জন্য তৈরিকৃত পোশাকও রয়েছে তাদের ক্রয়কৃত যুদ্ধ সরঞ্জামের মধ্যে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রায় দুই সপ্তাহ পর রাজধানী কিয়েভসহ দেশটির চার শহরে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা দিয়ে সেখানে মানবিক করিডোর চালুর ব্যবস্থা করেছে রাশিয়া।
এদিকে ইউক্রেন-রাশিয়া চলমান সংঘাত নিরসনে বেলারুশের সীমান্তে তৃতীয় বাররে মতে বৈঠক শেষ করেহে দুই দেশের প্রতিনিধি দল। বৈঠক শেষে জানা যায় আগের দুইবারের চেয়ে কিছুটা অগ্রগতি হয়েছে এবারের বৈঠকে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।