রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই নিষেধাজ্ঞার কারণে সেদেশে রাশিয়ার কোন বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল করলে সেটাকেও অপরাধ হিসেবে গণ্য করা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন।
বিবিসি নিউজনাইট পলিটিক্যাল এডিটর নিক ওয়াট বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে না। কারণ আগেই সেদেশের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রাইভেট জেট বিমানগুলো লক্ষ্য করা হবে, যেগুলো তৃতীয় কোনো দেশের তালিকাভুক্ত এবং রাশিয়ান ধনকুবেররা ব্যবহার করেন।
Leave a Reply