প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২২, ৫:৩২ পি.এম
রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য : প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস
রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য সরকার। বুধবার (0৯ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টে এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাজ্য সেখানে অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইউক্রেনে ২০০০ ‘নেক্সট-জেনারেশন’ হালকা ট্যাংক-বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে। এই সংখ্যা এখন ৩ হাজার ৬১৫-তে উন্নীত করা হচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য এ ছাড়া হালকা অস্ত্র এবং অন্য সরঞ্জাম পাঠিয়েছে। এছাড়া ইউক্রেনকে ‘জ্যাভেলিন’ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রের একটি ছোট চালান দেওয়া হচ্ছে। ‘স্টারস্ট্রিক’ নামের সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
ইউক্রেনে দুই সপ্তাহ ধরে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। তবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসামরিক মানুষরাও। যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেন। লাখ লাখ মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
তাসের প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধের মধ্যেই বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, ইউক্রেনে ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে রুশ অভিযান পরিচালিত হচ্ছে না। ইউক্রেন দখলেরও কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একাধিকবার বলে আসছেন যে, রুশ আগ্রাসনের প্রধান লক্ষ্য তিনি। তাকে সরাতেই ভ্লাদিমির পুতিন এমন অভিযান পরিচালনা করছেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।