প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৪:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২২, ৩:৩০ এ.এম
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন।
বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে বেড়ে যাবে গ্যাসের দাম।
জ্বালানির ওপরই রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল। আর যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এখন চাপের মুখে পড়বেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: ইউএসএ টুডে
রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমাদের রাশিয়ার জ্বালানির প্রয়োজন নেই। আমরা পুতিনের যুদ্ধের সহযোগী হতে পারব না।
জো বাইডেন আরও জানিয়েছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে পরামর্শ করে তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইউরোপের দেশগুলো আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিষেধাজ্ঞায় যোগ দেবে না।
তবে বাইডেন জানিয়েছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে তিনি আলোচনা করেছেন কিভাবে রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলা যায়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।