জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের একটি অংশকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ রাষ্ট্রয়াত্ব টেলিভিশন বিটিভিসহ সকল বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করার জন্য লিখিত এক পরিপত্র জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার শেষ কার্যদিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ মকবুল হোসেন সাক্ষরিত এক পরিপত্রে এই অনুরোধপত্রটি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেখা যায়।
পরিপত্রে বলা হয় – গত ১৪ ফেব্রুয়ারি ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি বিটিভিসহ সকল বেসরকারি টিভি চ্যানেলে বিনামুল্যে দেখানোর অনুরোধ জানানো যাচ্ছে।
এ ব্যাপারে শাপলা মিডিয়ার কর্মকর্তা পরিচালক অপূর্ব রায় বলেন, এটা অত্যন্ত গৌরবের। এর মাধ্যমে শাপলা মিডিয়ার ভাবমূর্তি আরো উজ্জ্বল হলো।
এরআগে গত বছরে সকলে স্কুল কলেজে ছবিটি প্রদর্শনের জন্য নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার নির্বাহী পরিচালক সেলিম খান। ২ ঘণ্টা ১২ সেকেন্ডের সিনেমাটিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং বঙ্গবন্ধুর কৈশোরকালের ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান।
এছাড়া আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন চুমকি প্রমুখ। এর আগে গত বছরের ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
Leave a Reply