আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আগের নেতা নিহত হওয়ার পর আবু আল হাসান আল হাশেমি আল কুরায়েশিকে নিজেদের নতুন নেতা হিসেবে ঘোষণা করলো সংঘঠনটি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় নিজেদের শীর্ষ নেতা নিহত হওয়ার পর এবার নতুন নেতার নাম ঘোষণা করেছে আইএস। এর সাথে আগের নেতা আবু ইব্রাহিম আল কুরায়েশি ও মুখপাত্র আবু হামজা আল কুরায়েশির নিহত হওয়ার ব্যাপারটিও নিশ্চিত করেছে তারা।
যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় গত ৩ ফেব্রুয়ারি আইএসের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরায়েশিকে হত্যা করার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই হামলায় ১৩ জন নিহত হয়েছিলো বলে জানআনো হয়েছিলো সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটসের পক্ষ থেকে।
বছর তিনেক আগে ইরাক, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যে আইএসের আগ্রাসন শেষ হলেও আবার নতুন করে ঐসব অঞ্চলে নিজেদের কর্মপরিধি বৃদ্ধির চেষ্টা করছে সংগঠনটি।
Leave a Reply