1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনার এক যুগ পার, শেষ হয়নি মামলার বিচার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা কোরবানির একটি নাম বা একটি ভাগে একাধিক ব্যক্তিও শরিক হতে পারে না এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ এপ্রিল ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ২৪ এপ্রিল ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল কাশ্মীরে হামলার সময় বেছে বেছে পুরুষদের গুলি চালানো হয়

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৫৪ Time View

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। যেসব কৌশল তারা অনুসরণ করছে, তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

শুক্রবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনে রুশ সেনাদের অভিযান ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের মতই।

রুশ বাহিনীর বিরুদ্ধে মেলিটোপোলের মেয়রকে জিম্মি করা এবং শুক্রবার ওই শহর থেকে লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম দ্রুত হ্রাস পাওয়ার অভিযোগ তোলার পরই এ মন্তব্য করলেন জেলেনস্কি। এ সময় তিনি আবারও সব ইউক্রেনীয়কে রাশিয়ানদের প্রতিহত করার আহ্বান জানান। আবেদন করেন রাশিয়ান মায়েদের কাছেও।

জেলেনস্কি বলেন, আপনার সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না। আপনার ছেলে কোথায় আছে তা যাচাই করে দেখুন। যদি সন্দেহ হয় যে আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে, অবিলম্বে ব্যবস্থা নিন।

বক্তব্যের শেষের দিকে জেলেনস্কি হালকা কণ্ঠে উল্লেখ করেন, চীনে প্যারালিম্পিক শীতকালীন গেমসে পদক সংখ্যায় ইউক্রেন দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি বলেন, ইউক্রেনের বিজয়… এই স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ বিজয় খুবই মূল্যবান।

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শনিবার (১২ মার্চ) ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী রুশ বাহিনীর দখলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews