ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দুই নেতার মধ্যে ৪৯ মিনিট ফোনালাপ হয়। এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের বিষয়ে আলোচনা হয়।
ফোনালাপের পর জেলেনস্কি টুইটে জানান, ইউক্রেন যুদ্ধক্ষেত্রের সবশেষ পরিস্থিতি সম্পর্ক বাইডেনকে জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার অপরাধ সম্পর্কেও অবগত করা হয়েছে। ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন ইউক্রেনের জনগণের সাহসিকতার প্রশংসা করে জেলেনস্কিকে সহায়তা করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের জনগণের তাদের দেশ রক্ষার সাহসিকতার লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।
রুশ হামলার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার ওপর জোর দিয়েছেন জেলেনস্কি। চলমান যুদ্ধে ইউক্রেনকে ইতোমধ্যে অস্ত্রসহ অনেক সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামনে আরও পাঠানোর প্রস্তুতি চলছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।