করোনার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় এসএসসি ও এইচএসসিতে ২০২২ সালের ন্যায় আগামী ২০২৩ সালেও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে এবং আনন্দময় পরিবেশে নিয়ে পরীক্ষা দিতে সক্ষম হবে।
রবিবার (১৩ মার্চ) সকালে উত্তরবঙ্গের তিন জেলা নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুরে দুই দিনের সরকারি সফরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, ১৫ মার্চ থেকে পুরোদমে দেশের সব প্রতিষ্ঠানে ক্লাশ শুরু হবে।
এছাড়াও নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত ছিলেন।
Leave a Reply