ইউক্রেনের মেলিটোপোলে নতুন মেয়রকে বসিয়েছে রাশিয়া। গত শুক্রবার বিকেলে মেলিটোপোলের মেয়র ফেডোরফকে গুমের পর নতুন মেয়রকে বসায় দেশটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রাশিয়ার নিয়োগ করা নতুন মেয়রের নাম গ্যালিনা ডেনিলচেঙ্কো।
এর আগে শনিবার মেলিটোপোল সিটি হলের সামনে তাদের মেয়র ফেডোরফের মুক্তির দাবি জানিয়েছেন ইউক্রেনের মানুষ। তবে রুশ সমর্থিত লুহানস্কের প্রশাসক দাবি করেছেন, মেলিটোপোলের মেয়র সন্ত্রাসী কাজকর্মে জড়িত এবং তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মেলিটোপোলের মেয়র ফেডোরফকে গুম করার মাধ্যমে রাশিয়া ‘গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ’ এবং ‘সন্ত্রাসের নতুন মাত্রা’ যোগ করেছে। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মেয়র ফেডোরেফের মুক্তির দাবি জানিয়ে বলেছে, রাশিয়া মেলিটোপোলের নির্বাচিত মেয়রকে গুমের মাধ্যমে ‘যুদ্ধাপরাধ’ করেছে।
এলভিভ শহরে কয়েকটি বিস্ফোরণের শব্দ
সিএনএন জানিয়েছে, ইউক্রেনের এলভিভ শহরে ভোর ছয়টার দিকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পোল্যান্ডের সঙ্গে লাগোয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার বিষয়টি সিএনএনের সংবাদকর্মীরা নিশ্চিত করেছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।