করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ আছেন।
সোমবার (১৪ মার্চ) রাত দেড়টার দিকে নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইট করে ওবামা তার করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
নিজের করা টুইট বার্তায় ওবামা বলেন, ‘আমি এইমাত্র কোভিড পজিটিভ হওয়ার ফল পেয়েছি। গত কয়েকদিন ধরে আমার গলায় ব্যাথা ছিলো, এছাড়া আমি ভালো আছি। মিশেলের (বারাক ওবামার স্ত্রী) ফল নেভেটিভ এসেছে। আমরা দুজনই টিকা নিয়েছিলাম।’
এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা কমে গেলেও সকলকে টিকা নেয়ার আহ্বানও জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।