মাহবুব পিয়াল,ফরিদপুর :
‘‘মুজিব বর্ষের শপথ নেবো, ঝাটকা নয় ইলিশ খাব’’ ‘‘ডিমওয়ালা ইলিশ রক্ষা পেলে, বার মাস ইলিশ মেলে’’ এ প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে ইলিশ সংরক্ষণ মৌসুমে বেকার জেলেদের মাঝে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি জেলা মৎস কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। উপজেলা মৎস কর্মকর্তা তাসনিয়া তাসমীমের সার্বিক আয়োজনে ও সঞ্চালনে অনুষ্ঠানে উপজেলার ১০টি জেলে পরিবারের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।