মাহবুব পিয়াল , ১৮ মার্চ,ফরিদপুর ঃ
ফরিদপুরের গেরদা ইউনিয়নের ইকড়ি গ্রামের চিশতিয়া দরবার শরীফের তিনদিন ব্যাপী ১০৮ তম বাৎসরিক ওরশ গতকাল বৃহস্পতিবার (১৭মার্চ) থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর দোয়া,মিলাদ মাহফিল,ধর্মীয় আলোচনা,জিকির আসগর ও রাতে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বাৎসরিক ওরশ শুরু হয়। দরবার শরীফের প্রধান খাদেম শাহ্ মোঃ শুকুর ফকীর জানান, মরহুম আইনুদীন শাহ্ দরবেশ কতৃক বাৎসরিক ওরশ যেভাবে চলে আসছে আমরাও সেভাবেই করে আসছি। তিনি জানান, ওরশ উপলক্ষে আগামী ১৯ ও ২০ মার্চ রাতে ওরশ মঞ্চে ভক্তিমুলক গান পরিবেশিত হবে । গান পরিবেশন করবেন দেশের প্রখ্যাত বাউল শিল্পী লিটন সরকার ও রহিম সরকার পরের দিন গাইবেন ফকির আবুল সরকার ও ইদ্রিস বয়াতী । এদিকে ওরশ কে কেন্দ্র করে দরবার প্রাঙ্গনে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পন্যের পসরা নিয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।