1. admin@thedailypadma.com : admin :
শবে বরাতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে : র‌্যাব ডিজি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

শবে বরাতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে : র‌্যাব ডিজি

  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৩৭ Time View

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পবিত্র শবে বরাত উপলক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব ২-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল আবু নাঈম মো. তালাতসহ বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা, আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে থাকে। এবারও যাতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সেই জন্য সাদা পোশাকে র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে।

তিনি আরো জানান, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ উস্কানিমূলক কোনো তথ্য প্রচার করতে না পারে, সে দিকে কঠোর নজরধারী ও মনিটরিং করা হচ্ছে।

এদিকে, আজ র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, আজ দুপুরে চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা’, ‘ফয়জুল উম্মুল মাদ্রাসা’, ‘বুশরা মাদ্রসা’, ‘মারকাযুস সুন্নাহ মেট্রো হাউজিং’ এতিমখানা সমূহে পাঁচ শতাধিক দুঃস্থ অসহায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।

খাবার বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews