ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে এবার মেলিতোপোল শহরে ইউক্রেনীয় সাংবাদিকদের গ্রেপ্তার করছে রুশ বাহিনী। খবর বিবিসির।
মঙ্গলবার (২২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের এমভি মিডিয়া হোল্ডিং নামক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন পত্রিকা মেলিতোপোলস্কি ভিদোমোস্তির বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে রুশ সেনারা। গ্রেপ্তার করে নিয়ে যাওয়া সাংবাদিকদের মুক্তির জন্য সাহায্য চেয়ে তাদের সহকর্মীরা ইউক্রেনের কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
মেলিতোপোলস্কি ভিদোমোস্তি পত্রিকার অন্য সাংবাদিকরা জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা মেলিতোপোলস্কি ভিদোমোস্তি সংবাদপত্রের সাংবাদিক ওলহা ওলখোভস্কা, লুবভ চাইকা, প্রকাশক মিখাইলো কুমোক ও কপি এডিটর ইয়েভেনিয়া বোরিয়ানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেঅজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি প্রকাশনার সাংবাদিকদেরও গ্রেপ্তার এবং তাদের ওয়েবসাইট ব্লক করেছে রুশ সেনারা।
ইউক্রেনে আক্রমণ শুরুর দুদিন পরেই মেলিতাপোল শহর দখলে নিয়েছিলো রুশ বাহিনী।
Leave a Reply