গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী ঢাকাই ছবির বর্ষীয়ন অভিনেত্রী আনোয়ারা। কয়েকদিন আগেই ব্রেন স্ট্রোক করেন এ অভিনেত্রী। বর্তমানে তার শারীরিক অবস্থার এতোটাই অবনতি যে, কাউকে চিনতে পারছেন না।
এই তথ্য নিশ্চিত করে আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি গণমাধ্যমকে বলেন, আমার মায়ের অবস্থা ভালো নয়। মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। এর পর কাউকে চিনতে পারছিলেন না কয়েকদিন ধরে। চোখেও ঝাপসা দেখছিলেন। স্ট্রোক করেই এমনটা হয়েছে বলে ধারণা।
এদিকে বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর আসর। যেখানে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ারাকে আজীবন সম্মাননা দেওয়া হবে। তবে শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি নিতে পারছেন না এ অভিনয়শিল্পী।
জানা গেছে, গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ারাকে। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।
আনোয়ারার বর্তমান অবস্থার কথা জানান মুক্তি, ‘কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক হলে কাউকেই চিনতে পারছিলেন না আম্মা, আমাকেও না। তবে আল্লাহর রহমতে এখন একটু ভাল। এখন বাসায় চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।’
Leave a Reply