মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম স্কুল মাঠে মাসব্যাপী অনুষ্টিত ভাজনডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্ণামেন্ট”২০২২ এর ফাইন্যাল খেলায় এস এম সুপার স্টার ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। তারা ট্রাইব্রেকারে ১-০ গোলে সেভেন স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ফাইন্যাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাব বোস । এ সময় মেয়র অমিতাব বোস বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলা ধুলার কোন বিকল্প নেই। তিনি যুবকদের উদ্দ্যেশে বলেন, যুবকরাই আগামী দিনে এদেশের নেতৃত্ব দেবে,তাই মাদক,ফেসবুক ,মোবাইল রেখে যুবকদের খেলাধুলার প্রতি অধিক আগ্রহী হবার আহবান জানান। তিনি বলেন, খেলাধুলা মেধার বিকাশ ঘটায়।
পৌরসভার ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু’র সভাপতিত্বে অনুষ্টানে জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও পৌর কাউন্সিলর মাইনুদ্দিন আহম্মেদ মানু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর চামেলী বেগম,আওয়ামীলীগ নেতা খায়রুদ্দিন মিরাজ, টুর্ণামেন্টের প্রধান সমন্বয়কারী লিটন মোল্লা মধুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাসব্যাপী অনুষ্টিত ভাজনডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্ণামেন্টে এবছর মোট ১৬টি দল অংশগ্রহন করে।
Leave a Reply