ইউক্রেনে চলমান সংকটের মধ্যে দেশটির প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে আজ পোল্যান্ডে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজের বরাত দিয়ে করা ফরাসি বার্তা সংস্থা এএফপির করা এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের জেসোভ শহর সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের দেয়া বিবৃতিতে বাইডেনের সফর সম্পর্কে জানানো হয়েছে, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের পোল্যান্ডের জোসোভ শহরে বাইডেনকে স্বাগত জানাবেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।
বিবৃতিতে আরও বলা হয়, রুশ বোমা হামলা থেকে বাঁচতে পোল্যান্ডে আশ্রয় নেয়া ইউক্রেনের নাগরিকদের কিভাবে দেখভাল করছে পোল্যান্ড সে ব্যাপারেও খোজখবর নেবেন।
পোল্যান্ডে থাকা মার্কিন সেনাবাহিনীর ৮২তম আকাশ প্রতিরক্ষা দলের সদস্যদের সঙ্গেও জেসোভ শহরেই সাক্ষাৎ করবেন বাইডেন।
এদিকে ইউরোপ সফরের প্রথম ভাগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর বৈঠকসহ আরও কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন বাইডেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।