নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন এক নারী।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক সংলগ্ন সজল ভূইয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
আমিরগঞ্জ ফাড়ির ইনচার্জ এসআই ফরিদ বলেন, সকালে পিকাপ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালে ৪ জন নিহত হয়েছে। দূর্ঘটনাকবলিত যানবাহনু দুটিকে আটক করা হয়েছে। যানবাহন দুটি অতিমাত্রায় দ্রুতগতির কারনেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
Leave a Reply