রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফরে আজ রবিবার নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন । এ সময় কিশোরগঞ্জ সদরসহ হাওর অধ্যুষিত মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন তিনি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সোয়া ৩টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেবেন। মিঠামইনে পৌঁছার পর বিকেল সোয়া ৪টায় মিঠামইন ডাকবাংলোতে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শনিবার জানিয়েছেন, রাষ্ট্রপতি সফরকালে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন এবং সেখানে কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি হামিদ তার কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতি হামিদ বুধবার বিকালে কিশোরগঞ্জ সদরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন।পরে বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।