1. admin@thedailypadma.com : admin :
ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছেন অস্কারজয়ী শিল্পী এ আর রহমান - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছেন অস্কারজয়ী শিল্পী এ আর রহমান

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩১৩ Time View

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এ কনসার্ট শুরু হয়। রাত পৌনে ১০টার দিকে মঞ্চে ওঠেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। ‘জয় হো’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন তিনি।

এরই মধ্যে সন্ধ্যায় শেরে বাংলা স্টেডিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সন্ধ্যা ৭টায় এ আর রহমানের মঞ্চে ওঠার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সম‌য়ের প্রায় আড়াই ঘণ্টা পর দর্শক‌দের সাম‌নে আ‌সেন তি‌নি। পরিবেশন শুরু করে ‘জয় হো’ গান দি‌য়ে।

প্রায় শতা‌ধিক কলাকুশলী নিয়ে রোববার রা‌তে ঢাকায় আসেন এ আর রহমান; সোমবার রা‌তে মিরপুর স্টে‌ডিয়া‌মে মহড়ায় অংশ নেন তি‌নি।

কনসার্টের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হয়। ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া হয়।

এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে মাগরিবের নামাজের বিরতির সময় শুরু হয় বৃষ্টি। একটানা ৩৮ মিনিট পর বৃষ্টি থামলে কনসার্ট আবার চালু হয়।

মাগরিবের নামাজের বিরতির পর মঞ্চে ওঠার কথা ছিল অস্কারজয়ী এ আর রহমানের। ভারতের সংগীতশিল্পীর গান শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। প্রায় ১৫ হাজার দর্শক মাঠ ও গ্যালারিতে বসে কনসার্টটি উপভোগ করছেন। মাঠে থাকা দর্শকরা বৃষ্টির জন্য অবস্থান নেন গ্যালারিতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে এ আর রহমান বাংলা ও হিন্দিতে নতুন দুটি গান গাইবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন পরিবেশন করা হয় জাতীয় সংগীত। এরপর ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান গেয়ে শোনান সংসদ সদস্য শিল্পী মমতাজ। তার গানের পর এ আর রহমানের পরিবেশনার কথা রয়েছে।

বিকাল ৫টার দিকে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস গান পরিবেশন করে।

নিজেদের জন‌প্রিয় গান ‘চাঁদ তারা’ দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা, এরপর মাইলস গেয়ে শোনায় ‘নীলা’সহ বিভিন্ন গান। এরপর মঞ্চে এসে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন শিল্পী মমতাজ; পরে আবারও এই গান গেয়ে শোনান তিনি।

পরবর্তীতে একে একে ‘না জানি কোন অপরাধে’, ‘মরার কোকিলে’, ‘মায়া ঘেরা ভবের জালে আমার কইরা বন্দি’ ও ‘আগুনের গোলা’ গান গেয়ে শোনান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে টানা ৩ ঘণ্টা পারফর্ম করার কথা রয়েছে এ আর রাহমান ও তার দলের। এ সময় তিনি জুলফিকার রাসেলের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি গানসহ ৩৫টি গান পরিবেশন করার কথা রয়েছে।

এদিন বিকেলে কনসার্ট শুরুর পর প্রথম পারফর্ম করে ব্যান্ডদল মাইলস। এরপর আসেন মমতাজ বেগম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি বাধায় থেমে যায় কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ।

সন্ধ্যা সোয়া ৬টা পর বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews