প্রায় শতাধিক কলাকুশলী নিয়ে রোববার রাতে ঢাকায় আসেন এ আর রহমান; সোমবার রাতে মিরপুর স্টেডিয়ামে মহড়ায় অংশ নেন তিনি।
কনসার্টের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা ১৫ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশ পথ খোলা হয়। ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীত গাওয়া হয়।
এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে মাগরিবের নামাজের বিরতির সময় শুরু হয় বৃষ্টি। একটানা ৩৮ মিনিট পর বৃষ্টি থামলে কনসার্ট আবার চালু হয়।
মাগরিবের নামাজের বিরতির পর মঞ্চে ওঠার কথা ছিল অস্কারজয়ী এ আর রহমানের। ভারতের সংগীতশিল্পীর গান শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। প্রায় ১৫ হাজার দর্শক মাঠ ও গ্যালারিতে বসে কনসার্টটি উপভোগ করছেন। মাঠে থাকা দর্শকরা বৃষ্টির জন্য অবস্থান নেন গ্যালারিতে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে এ আর রহমান বাংলা ও হিন্দিতে নতুন দুটি গান গাইবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন পরিবেশন করা হয় জাতীয় সংগীত। এরপর ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান গেয়ে শোনান সংসদ সদস্য শিল্পী মমতাজ। তার গানের পর এ আর রহমানের পরিবেশনার কথা রয়েছে।
বিকাল ৫টার দিকে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস গান পরিবেশন করে।
নিজেদের জনপ্রিয় গান ‘চাঁদ তারা’ দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা, এরপর মাইলস গেয়ে শোনায় ‘নীলা’সহ বিভিন্ন গান। এরপর মঞ্চে এসে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন শিল্পী মমতাজ; পরে আবারও এই গান গেয়ে শোনান তিনি।
পরবর্তীতে একে একে ‘না জানি কোন অপরাধে’, ‘মরার কোকিলে’, ‘মায়া ঘেরা ভবের জালে আমার কইরা বন্দি’ ও ‘আগুনের গোলা’ গান গেয়ে শোনান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
Leave a Reply