বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। শুধু দক্ষিণ ভারতেই নয়, ছবিটি ভারত ছাড়িয়ে অন্য দেশেও জনপ্রিয়তা পেয়েছে। বাহুবলী-২ ছবির বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে রামচরণ, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট অভিনীত এই ছবি। খবর জি নিউজের।
তিনদিনে ৫০০ কোটি টাকা কামিয়ে নিয়েছে ‘আরআরআর’। ছবিটি দেখতে অনেক হিন্দি ছবির দর্শকও হলমুখী হয়েছেন। তার প্রমাণ মিলেছে বক্স অফিসে। ১০০ কোটির ক্লাবে জায়গা পেল ছবিটির হিন্দি ভার্সন। দ্রুততম ১০০ কোটির দৌড়ে এই ছবি পিছনে ফেলে দিল গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ও দ্য কাশ্মীর ফাইলস। যেখানে আটদিনে কাশ্মীর ফাইলস ও ১৩ দিনে গাঙ্গুবাই পৌঁছেছে একশো কোটির ক্লাবে। সেখানে মাত্র পাঁচদিনেই সেই জায়গা করে নিল ‘আরআরআর’।
Leave a Reply