ডারবানে দ্বিতীয় দিনের শুরুটা দারূণ হয়েছে টাইগারদের। নতুন বল পেয়ে টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন খালেদ। তবে শেষ পর্যন্ত হ্যাটট্রিকের দেখা পাননি এই পেসার। ৯৮তম ওভারের শেষ বলে টেম্বা বাভুমাকে বোল্ড করে প্রোটিয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়েছেন মেহেদি মিরাজ। এরপর ৯৯ তম ওভারের প্রথম বলে মহারাজকেও বোল্ড করে সাজঘরে ফেরান এবাদত হোসেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৪.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩১০ রান।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচে গতকাল প্রথম দিন শেষে ৪ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ ২৩৩ রান।প্রথম দিনের দ্বিতীয় সেশনে টাইগাররা ৩৩ রানের মধ্যে তুলে নেয় ৩ উইকেট। তৃতীয় সেশনেও একটি উইকেট তুলে নেয় টাইগাররা। আলোকস্বল্পতার কারণে দিনের ১৩.১ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়ার। প্রথম দিন শেষে ৭৬.৫ দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান। ৬৪ বলে ২৭ রানে কাইল ভেরেন এবং ১১৯ বলে ৫৩ রানে অপরাজিত আছেন টেম্বা বাভুমা।
এরপর তৃতীয় আম্পায়ারও তাকে আউট দিলে প্রোটিয়াদের একটি রিভিউ নষ্ট হয়।এরপর খালেদের পরের বলেই নতুন ব্যাটার উইয়ান মোল্ডারও ফিরে যান ০ রানে। তার আউটসুইং ডেলিভারিটি ব্যাটের কানা ছুঁয়ে গালিতে দাঁড়ানো মাহমুদুল হাসানের হাতে ধরা পড়ে। বাঁ দিকে ঝাঁপিয়ে দারূণ এক ক্যাচ নেন মাহমুদুল। স্লিপে থাকা ফিল্ডারের ক্যাচটি ছিল দর্শনীয়।
Leave a Reply