দক্ষিণ আফ্রিকা বরাবরই পেসারদের জন্য স্বর্গভূমি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডামাডোলে দলের মূল পেসারদের পায়নি প্রোটিয়ারা। তুলনামূলক ‘দুর্বল’ দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে স্পিনে দাপট দেখাচ্ছে স্বাগতিকরা। ডারবানে ২৭৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেম দুই স্পিনার কেশভ মহারাজ আর সাইমন হারমারের স্পিন বিষে নীল বাংলাদেশ দল। ম্যাচের চতুর্থ দিনে ১১ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট।
সোমবার ম্যাচের পঞ্চম ও শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন এখনো ২৬৩ রান। হাতে আছে ৭ উইকেট। নাজমুল হোসেন শান্ত ৫ আর মুশফিক ০ রানে নিয়ে আবার ব্যাট করতে নামবেন। পাঁচদিনের ম্যাচে প্রথম ও তৃতীয় দিনের মতো আলোকস্বল্পতায় আজ চতুর্থ দিনের খেলাও শেষ হয়েছে নির্ধারিত সময়ের কয়েক ওভার আগে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। পরে বাংলাদেশের ইনিংস থামে ২৯৮ রানে। ৬৯ রানে এগিয়ে থেকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৪ রানে। ফলে ২৭৩ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। যেখানে টেস্ট জিতে ইতিহাস গড়তে সাড়ে ৩ সেশনে বাংলাদেশের প্রয়োজন পড়ে ২৭৪ রান।
এই লক্ষ্য টপকাতে নেমে স্বাগতিকদের স্পিন সামলাতে টালমাটাল বাংলাদেশি ব্যাটসম্যানরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার সাদমান ইসলাম। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। হারমারের বলটি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন সাদমান। মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া বল স্পিন করে তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে স্লিপে থাকা কিগান পিটারসেনের হাতে।
পঞ্চম ওভারে জোড়া আঘাত মহারাজের। শুরুতে ফেরালেন আগের ইনিংসে শতক হাঁকানো মাহমুদুল হাসান জয়কে। বাঁহাতি স্পিনারের বলের লাইনে যেতে পারেননি তরুণ এই ওপেনার। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। জয় ফেরেন ৪ রানে। চার বল পরেই বিদায় নেন মুমিনুল হক। মহারাজের ভেতরে ঢোকা বলে পিছিয়ে গিয়ে ফ্লিকের চেষ্টায় ব্যর্থ হন মুমিনুল। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে। এলিবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ না নিয়েই ফিরে যান মুমিনুল। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।
এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়। তখন ৩ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ১১ রান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন এখনো ২৬৩ রান। হাতে আছে ৭ উইকেট। শান্ত ৫ আর মুশফিক ০ রানে নিয়ে কাল ব্যাট করতে নামবেন।
Leave a Reply