এই মুহূর্তে পূর্ব ইউক্রেনে হামলায় দিকে মনোনিবেশ ঘটিয়েছে রাশিয়া। তবে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বুধবার (৬ এপ্রিল) বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, পুরো ইউক্রেন নিয়ন্ত্রণ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে লক্ষ্য তা পরিবর্তনের কোনো লক্ষণ দেখছে না ন্যাটো।
ব্রাসেলসে ন্যাটোর মিত্র বিদেশি মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রিপোর্টারদের ন্যাটো প্রধান সতর্ক করে বলেন, ইউক্রেনে যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে।
স্টলটেনবার্গ বলেন, 'নতুন করে আন্তর্জাতিক আদেশ লিখতে ও পুরো ইউক্রেন নিয়ন্ত্রণ নিতে পুতিন তার উচ্চাকাঙ্ক্ষা পরিবর্তন করেননি। তাই আমাদের আমাদের প্রস্তুত থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের বাস্তববাদী হতে হবে এবং বুঝতে হবে এই যুদ্ধ দীর্ঘ সময়ের জন্য, অনেক মাস বা এমনকি কয়েক বছর ধরে চলতে পারে।'
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বুধবার পর্যন্ত টানা ৪২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সিএনএন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।