জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই প্রশংসার তীব্র সমালোচনা করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ শরিফ বলেন, এতোই যদি ভারতকে ভালো লাগে তবে ভারতে চলে যান।
গত শুক্রবার ইমরান ভাষণে ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করে বলেন, কোনো বড় শক্তি ভারতকে কোনো নির্দেশ দিতে পারে না। খবর আনন্দবাজার অনলাইনের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা ২২ কোটি মানুষ। বাইরে থেকে কেউ ২২ কোটি মানুষকে এই নির্দেশ দিচ্ছে, এটা অপমানজনক।
অনাস্থা ভোটের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণে পাক প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়কে মেনে নেয়ার কথা জানান।
ভাষণে ইমরান খান আরও বলেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করল না শীর্ষ আদালত।
তিনি বলেন, আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি।
স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হয়। স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে অনাস্থা প্রস্তাব নিয়ে চলছে আলোচনা।
এর আগে বিরোধীদল পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে ১৭৬ জন সদস্য একটি বৈঠকে বসেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।