এ বছর বাংলাদেশে থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
বুধবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকার আনুপাতিক হারে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটায় এ সংখ্যা বরাদ্দ দিয়েছে। পূর্বে যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তারা ক্রমানুসারে অগ্রাধিকার পাবেন।
তিনি আরও বলেন, হজের পুরো ব্যবস্থাপনা অটোমেশন করা হয়েছে। প্রাক নিবন্ধন হজযাত্রীরা পর্যায়ক্রমে হজে যাওয়ার সুযোগ পাবেন।
এর আগে মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আ. সালামসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।