গত একদিনে করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। পাশপাশি করোনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে তিন হাজারের নিচে। এই সময়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে প্রায় পৌনে ১০ লাখে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৪৮ জন। এক দিনের ব্যবধানে মৃতের সংখ্যা কমেছে প্রায় চারশ।
গেলো একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ২১০ জন। আগের দিনের চেয়ে যা কমেছে প্রায় ৩২ হাজারের মতো। এই নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া মট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৬২ জনে।
গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃতের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। করোনায় এখন পর্যন্ত সমগ্র বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ১৩ হাজার আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটি ১৮ লাখ।
বিগত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হওয়া যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ৩৩১ জন। আর দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৫৮৮ জন। এই নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ১০ লাখ ১৪ হাজার ১১৪ জন আর করোনা আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২১ লাখ ৯২ হাজার ৮৮০ জন।
গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হওয়া দক্ষিণ কোরিয়াতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৭০ জন, এই সময়ের মাঝে দেশটিতে মারা গেছেন ১৮৪ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ হাজার ৩৪ জন মারা গেছেন এবং করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৬৪৪ জন।
রাশিয়াতে গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭৫৪ জন। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১ কোটি ৮০ লাখ ৩০ হাজার ৫৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৫১২ জনের।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৯২৪ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ১০ হাজার ৮৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৭১০ জনের।
এদিকে গেলো ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আর করোনায় মৃতের সংখ্যার তালিকায় আছে তৃতীয় স্থানে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ২১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬৬ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৮৮২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৭৬৭ জন।
বিগত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ৪৬ জন। এছাড়া ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫৫ জনের। এশিয়ার দেশ জাপানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৩৩১ জন এবং মারা গেছেন ৪৪ জন।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় ফিলিপাইনে ১১৩ জন, থাইল্যান্ডে ১০৬ জন, মেক্সিকোতে ৭৮ জন, কানাডায় ৭০ জন, গ্রিসে ৭০ জন, হংকংয়ে ৬২ জন এবং ইরানে ৩৩ জন মারা গেছেন।
Leave a Reply