1. admin@thedailypadma.com : admin :
ছবিতে রণবীর-আলিয়ার বিয়ে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

ছবিতে রণবীর-আলিয়ার বিয়ে

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩১৬ Time View

বলিউডের তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে হয়ে গেলো আজ। চার হাত এক হওয়ার অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন তরকা। কারণ, তাদের বিয়েতে খুব বেশি অতিথিকে নিমন্ত্রণ করা হয় নি। কারা কারা ছিলেন রণবীর- আলিয়ার বিয়ের অনুষ্ঠানে- এই প্রশ্ন ঘুরপক খাচ্ছে সর্বমহলে।

278466834_105962668697737_5002804708639778213_nছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া।

278334917_505062594408833_6048374470812678504_nছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

278363575_3113394738948738_2907058209194882271_nছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি।

278334913_703661627335420_6252372777198910229_nছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

278383106_1622219271497650_5383532412810536369_nছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ। এখন শুধু বিয়ের ছবি সামনে আসার অপেক্ষা!

278357032_3118515595132110_1164075361380782560_nছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

WhatsApp Image 2022-04-14 at 9.53.05 PMছবি: সংগৃহীত

WhatsApp Image 2022-04-14 at 9.53.08 PMছবি: সংগৃহীত

WhatsApp Image 2022-04-14 at 9.53.07 PMছবি: সংগৃহীত

Untitled-24712 copyছবি: সংগৃহীত

Untitled-3 74copy

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিবারে সদস্যদের নিয়েই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই তারকা জুটির বিয়েতে ছিলেন কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কারিশমা কাপুর, করণ জোহর, আকাশ আম্বানি, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়-সহ আনেকেই।

রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।

রাজকীয় এই বিয়েতে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় ২০০ বাউন্সার মোতায়েন করা হয়েছে। এমনকী চারিদিকে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে বলেও জানা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews