রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ছেড়ে যাওয়ার পর ৯ শতাধিক বেসামরিক নাগরিকের মরদেহের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ইউক্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এদরে রুশ বাহিনী হত্যা করেছে বলেও দাবি দেশটির।
কিয়েভের আঞ্চলিক পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ জানান, কোনো কোনো মরদেহের সন্ধান পাওয়া যায় রাস্তায়। আর বাকিগুলো ছিল মাটিচাপা দেয়া অবস্থায়।
পুলিশের কাছে থাকা তথ্যের সূত্র উল্লেখ করে তিনি জানান, যেসব মরদেহ পাওয়া গেছে, এদের কেউ গুলিতে কেউ বা অন্যভাবে হামলার শিকার হয়ে মারা গেছেন।
পুলিশপ্রধান বলেন, আমরা বুঝতে পারছি, রাশিয়ার দখলদারির অধীনে মানুষকে কেবল রাস্তায় হত্যা করা হয়েছে। নিহত বেসামরিক মানুষের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। আমি জোর দিয়ে বলছি, এরা বেসামরিক লোক।
আন্দ্রি নেবিতোভ বলেন, যেসব মরদেহ আমরা খুঁজে পেয়েছি, সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য হস্তান্তর করেছি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।