1. admin@thedailypadma.com : admin :
গত একদিনে করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জাকসু নির্বাচন: সন্ধ্যা নয়, ফলাফল হতে পারে রাত ১০টার পর জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে, বেড়েছে মুরগির দাম কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা জাকসুর ভোট গণনা শুরু, প্রদর্শিত হচ্ছে এলইডি স্ক্রিনে এক নজরে বিশ্ব সংবাদ: ১১ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

গত একদিনে করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৫৩ Time View

গত একদিনে করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। পাশপাশি করোনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে প্রায় দেড় হাজারে। এই সময়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে প্রায় সাড়ে ৫ লাখে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। এক দিনের ব্যবধানে মৃতের সংখ্যা কমেছে প্রায় ছয় শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৬২ লাখ ২১ হাজার ৯১০ জনে।

গেলো একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। আগের দিনের চেয়ে যা কমেছে প্রায় ১ লাখ ৪১ হাজারের বেশি। এই নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার ৮৮০ জনে।

গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃতের তালিকায় শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। আর সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে ফ্রান্সে। করোনায় এখন পর্যন্ত সমগ্র বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ২১ হাজার আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটি ৪৩ লাখ।

বিগত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হওয়া দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছে ২৭৩ জন। আর দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৮৮২ জন। এই নিয়ে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছে ২০ হাজার ৮৮৯ জন আর করোনা আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬২ লাখ ১২ হাজার ৭৫১ জন।

গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হওয়া ফ্রান্সে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৩ জন, এই সময়ের মাঝে দেশটিতে মারা গেছেন ৬১ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪৪ হাজার ১২২ জন মারা গেছেন এবং করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৩৭৪ জন।

যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ৮০ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৩ লাখ ৯ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৫ হাজার ৪৪১ জন মারা গেছেন।

বিগত এক দিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪০ জন এবং নতুন করে করোনায় শ্নাক্ত হয়েছে ১১ হাজার ৯৫ জনের। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৪৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ২৬৭ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৭৫ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৯৯৩ জনের।

গত একদিনে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৩ জন এবং মারা গেছেন ১০৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ১১ হাজার ৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছেন।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন ৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৮ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৭৮১ জন।

বিগত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ১৯ জন। এছাড়া ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৩ হাজার ৮১৫ জন এবং মারা গেছেন ১৩৩ জন। থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ১২৫ জন।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় হংকংয়ে ৪১ জন, গ্রিসে ৪৯ জন, মেক্সিকোতে ১২ জন, কানাডায় ৭০ জন, কানাডায় ২৩ জন, ইরানে ২৩ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews