প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২২, ৪:৩০ পি.এম
ইউক্রেনের সেনাদের হটিয়ে দিয়ে মারিউপোলের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে রুশ বাহিনী
রাশিয়ার সেনারা মারিউপোলের আজভস্টালে অব্যহতভাবে গোলাবর্ষণ ও বোমাবর্ষণ করছে। ইউক্রেনের সেনাদের হটিয়ে দিয়ে মারিউপোলের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার সেনাদের হামলার মুখে ইউক্রেনের কিছু সেনা মারিউপোলের আজভস্টালে আশ্রয় নিয়েছিলো। যা শহরটিতে ইউক্রেনের শেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।
এখন এই আজভস্টালে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
আজভস্টালে আশ্রয় নেওয়া সেনাদের আত্মসমর্পণ করতে সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। কিন্তু সেই সময় অনুযায়ী তারা আত্মসমর্পণ করেনি।
এরপর সেই আজভস্টালে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
পেত্রো আন্দ্রিয়ুসচেনকো নামে মারিউপোলের মেয়রের একজন উপদেষ্টা অভিযোগ করেছেন, আজভস্টালে থাকা সেনাদের অবরুদ্ধ করে হামলা চালাচ্ছে রাশিয়া। তাদের বেরও হতে দেওয়া হচ্ছে না।
পেত্রো আন্দ্রিয়ুসচেনকো দাবি করে বলেছেন, লেফট ব্যাংকে সারাদিন যুদ্ধ হচ্ছে। দখলদাররা (রুশ বাহিনী) যত অস্ত্র আছে তার সব ব্যবহার করে আজভস্টালে বোমা ও গুলি করছে।
তিনি আরও দাবি করেন, রাশিয়া বুঝতে পেরেছে আজভস্টালে থাকা সেনারা আত্মসমর্পণ করবে না। তাই রুশ বাহিনী তাদের মুছে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছে।
তাছাড়া রুশ বাহিনী ইউক্রেনের সর্বশেষ কিছু সেনাকে ফাঁদে ফেলতে চাইছে বলেও অভিযোগ করেন পেত্রো আন্দ্রিয়ুসচেনকো।
তিনি বলেন, তাদের (রাশিয়ার) দেওয়া বার্তা অনুযায়ী, নিরাপদে বের হয়ে যাওয়ার করিডোরগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করা থাকবে। কিন্তু কোনো চিহ্ন ছিল না। তারা আসলে আমাদের রক্ষীদের (সেনাদের) ফাঁদে ফেলার প্রস্তুতি নিচ্ছে। সূত্র: সিএনএন
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।